সত্রহাজারী হাই স্কুল মাঠে ১৬ দলী টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচে Cricket Feyasta, Jessore এর ১৮৩ রান টারর্গেটের বিপরীতে টু ব্রাদার্স স্পোটিং ক্লাব ০৭ উইকেটে ম্যাচ জিতে ফাইনাল নিশ্চিত করল। হিরোকের ৫৩ বলে ১০৬ রানের ইনিসেংর উপর নিভর্র করে খুব সহজেই টু ব্রাদার্স স্পোটিং ক্লাব ম্যাচ জিতেছে। একটি সুন্দর ইনিসেংর জন্য হিরোককে ক্লাব থেকে জানাই আন্তরিক অভিনন্দন। এছাড়াও ডকলকে ফাইনাল ম্যাচ দেখার জন্য অগ্রীম আহবান জানাচ্ছি। সময় সূচী টু ব্রাদার্স স্পোটিং ক্লাবের ফেসবুক পেজে জানানো হইবে।