সকল খেলোয়াড়দের সদয় অবগতির জন্য জানানো যাইতেছে যে, টু ব্রাদার্স স্পোটিং ক্লাব কর্তৃক খেলোয়াড় রেজিষ্ট্রেশন চলছে। এই রেজিষ্ট্রেশন আগামী ০৫/০৫/২০২৪ইং তারিখ পর্যন্ত বহাল থাকবে। আগামী ০৫/০৫/২০২৪ইং তারিখের পর যদি কোন খেলোয়াড় রেজিষ্ট্রেশন করে তাহলে উক্ত রেজিষ্ট্রেশন বাতিল বলে গণ্য হইবে। আর দেরি না সকল খেলোয়াড়বৃন্দের রেজিষ্ট্রেশন করতে অনুরোধ করা হইল। টু ব্রাদার্স স্পোটিং ক্লাবের অফিসিয়াল Website এ রেজিষ্ট্রশন করতে পারবে।আমাদের অফিসিয়াল Website https://twobrotherssportingclub.com/registration/
রেজিষ্ট্রেশন করতে সমস্যা হলে মোবাইল নম্বর এবং Whatsapp নম্বরে যোগাযোগ করতে পারবেন : +88 01739 135 184
** এছাড়াও ক্লাব কর্তৃপক্ষের নিকট ইনফরমেশন প্রদান করিলে ক্লাব থেকে রেজিষ্ট্রেশন করিয়া দিবে।