বিসমিল্লাহির রহমানির রহিম
ক্রিকেট ক্রিকেট ক্রিকেট
আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে, সকল ক্রিকেট খেলোয়াড়দের জন্য ০৫টি ক্রিকেট ক্লাব নিয়ে টু ব্রাদার্স স্পোটিং ক্লাব আয়োজক হিসাবে খুব শিঘ্রই অভয়নগর প্রিমিয়ার লীগ টি-২০ টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ইং আয়োজন করতে চলেছে। যে সকল খেলোয়াড়গণ এই অভয়নগর প্রিমিয়ার লীগ খেলতে ইচ্ছুক তাদের সকলকেই এই লীগ খেলায় অংশগ্রহন করার জন্য রেজিষ্ট্রশন ফরম সংগ্রহ করে রেজিষ্ট্রেশন করতে হবে। রেজিষ্ট্রেশন করতে কোন খেলোয়াড়কে রেজিষ্ট্রেশন ফি বাবদ কোন অর্থ দিতে হবে না। রেজিষ্ট্রেশন করতে খেলোয়াড়কে অবশ্যই নিজের এন.আই.ডি কার্ড/জন্ম নিবন্ধন এবং ০১ কপি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে রেজিষ্ট্রেশন ফরম সংগ্রহ করে, ফরমে থাকা সকল তথ্য পূরণ এবং স্বাক্ষর করে সাথে সাথে ফরম বিতরণকারীর নিকট জমা দিতে হবে। রেজিষ্ট্রশেনর দিন, তারিখ, সময় টু ব্রাদার্স স্পোটিং ক্লাবের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ওয়েব সাইটে প্রকাশ করা হবে। দিন, তারিখ, সময় প্রকাশের দিন হইতে ০৩ দিনের মধ্যে আয়োজক কমিটির প্রকাশিত নির্ধারিত স্থান হতে এই ফরম সংগ্রহ করে রেজিষ্ট্রেশন করতে হবে। যারা এই সময়ের মধ্যে রেজিষ্ট্রেশন করবে শুধু মাত্র তারাই এই লীগ খেলায় অংশগ্রহণ করতে পারবে।
Face-book Page : https://www.facebook.com/twobrotherssportingclub
Website : https://twobrotherssportingclub.com/
YouTube Channel : www.youtube.com/@twobrotherssportingclub