নোটিশ
রোমান স্মৃতি সংঘ, সোনার বাংলা কিংস, ধোপাদী কিংস, ইয়াং টাইগার্স, একতা স্পোটিং ক্লাব, সূর্য তরুন স্পোটিং ক্লাব মালিকদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা অভয়নগর প্রিময়ার লীগের আয়োজক কমিটির নিকট থেকে জার্সির জন্য Logo সংগ্রহ করে জার্সি প্রস্তুত করুন। আগামী ২৪/০৫/২০২৪ইং তারিখ রোজ শুক্রবার উদ্ধোধনী ম্যাচের দিন সকলের জার্সি আমরা এক সাথে উন্মোচন করব। ধোপাদী কিংস ক্লাব কর্তৃক আয়োজিত ০৮ দলীয় সিক্সসাইড ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ইং আগামী ১০/০৫/২০২৪ইং তারিখে ধোপাদী স্কুল মাঠ প্রাংগনে অনুষ্ঠিত হইবে। উদ্ভোধনী খেলায় টু ব্রাদার্স স্পোটিং ক্লাব বনাম সবুজ সাথী ক্রিকেট ক্লাবের মধ্যে অনুষ্ঠিত হইবে। জে.সি.সি ক্রিকেট ক্লাব কর্তৃক আয়োজিত জে.পি.এল টি-২০ ক্রিকেট লীগের ২য় সেমিফাইনাল খেলা যুগ্নীপাশা স্কুল মাঠে আগামি ২৬/০৪/২০২৪ তারিখ, রোজ শুক্রবার, সময় ৮.৩০ মিনিটে ভিক্টোরিয়া ভাইপার্স (মোয়াল্লেমতলা) বনাম টু ব্রাদার্স স্পোর্টিং ক্লাব (নোয়াপাড়া) মধ্যে অনুষ্ঠিত হইবে। উক্ত খেলা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানানো হইল। এছাড়াও খেলা আপনারা টু ব্রাদার্স স্পোটিং ক্লাবের অফিসিয়াল ফেসবুক পেজে দেখতে পারবেন। আগামি ০৮/০৪/২০২৪ তারিখে আলামিন কফি হাউজ বনাম টু ব্রাদার্স স্পোর্টিং ক্লাবের সাথে ফাইনাল খেলা অনুষ্ঠিত হইবে। দয়া করে সবাই মাঠে খেলা দেখতে আসবেন। এছাড়াও টু ব্রাদার্স স্পোটিং ক্লাবের অফিসিয়াল ফেসবুক পেজে সরাসরি লাইভ দেখতে পারবেন। টু ব্রাদার্স স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে সকলের উদ্দেশ্য জানানো যাচ্ছে যে, আমাদের খেলা ও টিম পরিচালনা নিয়ে যদি কাহারো কোনো প্রশ্ন থাকে বা কোনো উপদেশ মূলক নির্দেশনা থাকে তাহলে জানাবেন। দৌলতপুর, আরংঘাটায় লতাখামারবাটি সরকারি প্রাথিমক বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নমামেন্টের সেমিফাইনাল ম্যাচ আগামী ০৫.০৪.২০২৪ তারিখ, রোজ শুক্রবার, সময় দুপুর ২.৩০ মিনিটে অনুষ্ঠিত হইবে। আপনারা সবাই আমন্ত্রিত। সবাই মাঠে খেলা দেখতে আসবেন, আর মাঠে আসতে না পারলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে লাইভ খেলা দেখতে পারবেন।

অভয়নগর প্রিমিয়ার লীগের উদ্ধোধন

আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে, সকল ক্রিকেট খেলোয়াড়দের জন্য ০৫টি ক্রিকেট ক্লাব নিয়ে টু ব্রাদার্স স্পোটিং ক্লাব আয়োজক হিসাবে খুব শিঘ্রই অভয়নগর প্রিমিয়ার লীগ টি-২০ টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ইং আয়োজন করতে চলেছে। যে সকল খেলোয়াড়গণ এই অভয়নগর প্রিমিয়ার লীগ খেলতে ইচ্ছুক তাদের সকলকেই এই লীগ খেলায় অংশগ্রহন করার জন্য রেজিষ্ট্রশন ফরম সংগ্রহ করে রেজিষ্ট্রেশন করতে হবে। রেজিষ্ট্রেশন করতে কোন খেলোয়াড়কে রেজিষ্ট্রেশন ফি বাবদ কোন অর্থ দিতে হবে না। রেজিষ্ট্রেশন করতে খেলোয়াড়কে অবশ্যই নিজের এন.আই.ডি কার্ড/জন্ম নিবন্ধন এবং ০১ কপি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে রেজিষ্ট্রেশন ফরম সংগ্রহ করে, ফরমে থাকা সকল তথ্য পূরণ এবং স্বাক্ষর করে সাথে সাথে ফরম বিতরণকারীর নিকট জমা দিতে হবে। রেজিষ্ট্রশেনর দিন, তারিখ, সময় টু ব্রাদার্স স্পোটিং ক্লাবের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ওয়েব সাইটে প্রকাশ করা হবে। দিন, তারিখ, সময় প্রকাশের দিন হইতে ০৩ দিনের মধ্যে আয়োজক কমিটির প্রকাশিত নির্ধারিত স্থান হতে এই ফরম সংগ্রহ করে রেজিষ্ট্রেশন করতে হবে। যারা এই সময়ের মধ্যে রেজিষ্ট্রেশন করবে শুধু মাত্র তারাই এই লীগ খেলায় অংশগ্রহণ করতে পারবে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on telegram
Share on whatsapp
Share on email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories
Next Match
Two Brothers Sporting Club
Shahid Sheikh Abu Naser Cricket Academy

Mitali Jubo Sangha Ground, Jugihati, Rupsha, Khulna

07/05/2024

9:00 am

Two Brothers Sporting Club
Bandhon Crickt Club

Badamtola

05/05/2024

9:00 am

Match Videos
2BSC
TTL
03/04/2024
2BSC
KCA
28/03/2024
2BSC
JCC
28/03/2024