Some Words
আমাদের সম্পর্কে
টু ব্রাদার্স স্পোটিং ক্লাবের কিছু কথা
আমি মো: আরিফুর রহমান, টু ব্রাদার্স স্পোটিং ক্লাবের প্রতিষ্ঠাতা। আমি যশোর জেলার অভয়নগর থানার শিল্পশহর নওয়াপাড়ার ছেলে। আমি স্কুল জীবন থেকে একজন ক্রিকেটার ছিলাম। আমার জীবনে একটা ইচ্ছা ছিল নওয়াপাড়াতে একটি ক্রিকেট ক্লাব তৈরি করব। সেই ইচ্ছা নিয়ে আমি ও আমার বন্ধুমহল এবং এলাকার ছোট ভাইদের নিয়ে ২০১৫ইং সাল থেকে উদ্যোগ গ্রহণ করে টু ব্রাদার্স স্পোটিং ক্লাবের যাত্রা শুরু করি।
সবসময়ই মনের ভিতর একটা ইচ্ছাই কাজ করে সেটা হচ্ছে আমার উপজেলার সকল খেলোয়াড়দের মাদক ও মোবাইল আসক্ত থেকে ফিরিয়ে এনে খেলার প্রতি মনযোগি করা এবং মাঠের হারিয়ে যাওয়া খেলাকে মাঠে ফেরানো। সেই উদ্দম নিয়েই কাজ করে চলেছি। বর্তমানে টু ব্রাদার্স স্পোটিং ক্লাবটি শুধুমাত্র যশোর জেলার মধ্যে নয় বিভিন্ন জেলাতে বেশ পরিচিত হয়ে উঠেছে। বিভিন্ন স্থানে আয়োজিত সকল ধরণের ক্রিকেট টুর্নামেন্টে অংশ গ্রহণ করছে এবং সফলতার সাথে বিজয় অর্জন করছে। আমার এই ক্লাবটিকে আমি একটি একাডেমীতে রুপান্ত্রিত করতে চাই।
বর্তমানে আমার ক্লাবে প্রায় ২০০ জনের মত খেলোয়াড় আছে। এই খেলোয়াড়দের নিয়ে আমি সর্বস্থানে টুর্নামেন্ট খেলা চালিয়ে যাচ্ছি। আমার এই ক্লাবটির টিম ম্যানেজমেন্টের প্রধান হিসাবে কাজ করছে মো: জাহিদ হোসেন খান (মিঠু), টিম মনিটরিং এর প্রধান মোঃ মুন্না খান এবং টিমের ক্যাপ্টেন হিসাবে আছে মো: মাহামুদুল হাসান রণি ও অন্যান্য সহযোগীবৃন্দ। তাদের অক্লান্ত পরিশ্রম এবং আমার টিমের খেলোয়াড়দের সাপোর্টের কারণে ক্লাবটি বেশ পরিচিতি ও সুনাম অর্জন করেছে । এজন্য আমি আমার ক্লাবের সকল কর্মকর্তা, খেলোয়াড়বৃন্দ ও সাপোর্টাদের প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রাকাশ করছি।
আমরা আর অল্প কিছু দিনের মধ্যে আরও নতুন খেলোয়াড় তৈরি করার উদ্যোগ গ্রহণ করেছি এবং পাশা-পাশি বয়স ভিত্তিক ক্রিকেট ট্রেনিং এর কাজ শুরু করতে যাচ্ছি। আমরা বাংলাদেশে ক্রিকেটার তৈরিতে একটা বিরাট ভূমিকা রাখতে চাই। এটাই আমাদের ক্লাবের মূল উদ্দেশ্য। আপনার সাবাই আমাদের ক্লাবের জন্য দোয়া করবেন এবং সহযোগিতা করে পাশে থাকবেন। এছাড়াও যদি কোন নির্দেশনা বা উপদেশ থাকে তাহলে অবশ্যই আমাদের জানাবেন।